কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর থানায় আইসিটি আইনে করা মামলায় কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।

দ্বীন মোহাম্মদ রোববার ২২ জানুয়ারি পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্থন করে জামিন আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। এর আগে তিনি গত ৬ ডিসেম্বর ২০২২ তারিখে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২২ নাজিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেসবুকের একটি পোস্টে দীন মোহাম্মদ কমেন্ট করায় তাকেও আসামি করা হয়।