কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ওসি মনোয়ার হোসেন মিয়া সোমবার (২৩ জানুয়ারি) রাতে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ।
উল্লেখ্য, মনোয়ার হোসেন মিয়া কাউখালী উপজেলা ও রাজাপুর উপজেলার বিভিন্ন এতিমখানা, হেফজখানা, প্রতিবন্ধী স্কুল, অসচ্ছল পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রায় এক হাজার কম্বল, জ্যাকেট ও গরম কান টুপি বিতরণ করেন।