কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমনের আয়োজনে কম্বল বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম শাজাহানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিম মুজাহিদ, আওয়ামী লীগ নেতা সোহাগ তালুকদার, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ।