বগুড়া অিফিস : বগুড়ায় করোনা সংক্রমণ আবারও বেড়ে গেছে। বুধবার বগুড়ার দুটি পিসিআর ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষা শেষে ৫০জন করোনা সনাক্ত হন। এর মধ্যে বগুড়া সদরের ৪৩ জন, শেরপুরে ৬ জন ও আদমদিঘিতে একজন। গত এক সপ্তাহে সনাক্তের সংখ্যা অনেক কম ছিল। বগুড়া সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ৯ হাজার ১৩৭ ও মৃত্যু ২১৩ জন ।
এদিকে মাস্ক ব্যবহারে প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হচ্ছে। তবে সে তুলনায় জনসাধারণ সচেতন হচ্ছেন না। ফলে সংক্রমণ বেড়ে যাচ্ছে।