খোলাবার্তা২৪ ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৯ জন।
গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৮৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৩ লাখ ৮৬ হাজার ৭৫৩টি হয়েছে সরকারি এবং ৫ লাখ ৯৯ হাজার ৭০৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৩ ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৪৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৭২ হাজার ৮৫৮ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এই সময় পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৪ লাখ ৬১ হাজার ৯২৬ জন এবং ১৫ লাখ ৯৯ হাজার ৭০৪ জন মৃত্যুবরণ করেছেন।