বগুড়ায় জেলা পরিষদের অর্থায়নে করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ মে শনিবার বেলা ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা হিসেবে চালসহ ডাল, তেল, আলু. ছোলা, লবন, সেমাই, চিনি ও সাবান প্রদান করা হয়। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিভিন্ন উদ্যোগে গ্রহন করেছেন। অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খাদ্য সহায়তা ও নগদ অর্থ বরাদ্দ করেছে সরকার।

সকলকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, অযথা বাহিরে বের হওয়া যাবে না।

আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে, এ জন্য মাস্ক পড়া নিশ্চিতসহ নিয়মিত হাত ধোয়া অব্যহত রাখতে হবে। তিনি কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। – বিজ্ঞপ্তি