এবিএম সোহেল রশিদ

গোয়েবলসের সূত্রে ডিজিটাল বিশ্ব টালমাটাল
এনসাক্লোপিডিয়ার বুকজুড়ে চলছে তথ্যসন্ত্রাস
কেউ কাউকে এখন আর, দিচ্ছে না ছাড়!
সবার হাতেই লোকদেখানো মানবতার ঢাল।
নিজের মতো করে বদলে দিচ্ছে অভিধান
কেড়ে নিচ্ছে ভৌগোলিক সীমারেখা
ধ্বংস করছে সকল ধর্মীয় বিশ্বাসীদের সহবস্থান
গুড়িয়ে দিচ্ছে মননশীল প্রতিষ্ঠান, চিন্তার পাঠাগার
অস্ত্র ব্যবসার সূতিকাগার ‘তথাকথিত’ সামরিক শক্তি
প্রজ্ঞাবান মানবপ্রেমীদের শোনাচ্ছে হুঙ্কার।
.
এই নিয়ে চলছে স্বর্গে নেতাদের মহাসম্মেলন!
বক্তব্যের স্বপক্ষে দেখাচ্ছেন জোরালো যুক্তি
একচোখা বিশ্লেষণ শেষে একটাই উক্তি
মুসলমান নিধনেই জঙ্গিবাদ থেকে হবে মুক্তি।
জর্জ ওয়াশিংটন, লেলিন, মাও সেতুং
মাইক্রোফোনে তুললেন রাষ্ট্রবিজ্ঞানের ঝড়
মহাত্মা গান্ধী, ফিদেল ক্যাস্ট্রো, নেলসন মেন্ডেলা
মানবাধিকার প্রতিষ্ঠায় বরাবরের মতোই অনড়।
.
জঙ্গি ও মৌলবাদ শব্দ দু’টির ব্যুৎপত্তি
যাদের ধর্মীয় গোঁড়ামির অন্তঃকলহ থেকে
তারাই নিজেদের বর্বর ভাবনার কালিমা
নির্দ্বিধায় মুসলমানদের ললাটে দিচ্ছে মেখে।
.
আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ, মানেই জঙ্গি!
কোনো মুসলমান ন্যায়ের স্বপক্ষে কথা বললেই মৌলবাদী
অতিউৎসাহীরা বাতাসের অনুকূলে দাঁড়িয়ে
বৈষম্যের ঝাণ্ডা হাতে, হয়ে উঠছে মানবতাবাদী
অথচ বিশ্বের অনৈতিক কর্মকাণ্ডের সূচনা
অমুসলিম জনগোষ্ঠীর বৈষম্যমূলক রটনা।
.
শ্রোতার আসনে চুপচাপ শুনছিলেন এক ইতিহাসবিদ
কিছু একটা বলতে বিনীতভাবে দাঁড়ালেন
বিশ্বনেতারা তার স্পর্ধা দেখে নড়েচড়ে বসলেন।
ভূমিকা না রেখেই সবাইকে করলেন আহ্বান
আয়নার সামনে দাঁড়ান, ইতিহাসের ধুলো সরান
প্রশ্ন করুন! প্রথম বিশ্বযুদ্ধ কে শুরু করেছিল?
নিশ্চয়ই কোনো মুসলিম নয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে শুরু করেছিল?
এখানেও মুসলমানের ছিল না হাত
এ নিয়ে নেই কোনো সংশয়।
.
হলোকাস্টে ষাট লক্ষ ইহুদি হত্যাকাণ্ড! কার মস্তিষ্ক প্রসূত?
হিটলার আর যাই হোক ছিলেন না মুসলমান
অস্ট্রেলিয়ায় এ্যাবোরজিন হত্যাকাণ্ডের নায়ক যারা
তাদের ধর্মীয় পরিচয় কি কারও অজানা?
এসব সত্য আজকাল বলতে মানা।
হিরোশিমা এবং নাগাসাকির নৈসর্গিক বুকে
ফ্যাটম্যান ও লিটিলম্যান নামের পারমাণবিক বোমা
নির্মম ভাবে ছুঁড়ে ছিল কারা
কারা ঘটিয়েছিল জনপদ ধ্বংসের প্রলয়
ওরা নিশ্চিত ভাবেই কোনো মুসলিম নয়।
দক্ষিণ আমেরিকায় বর্ণবৈষম্যের ঝঞ্ঝা
পঞ্চাশ কোটিরও বেশি হত্যা করেছে কারা
কৃতদাস হত্যার রক্তদাগ কাদের হাতে?
বলবেন কি সুধীজন একটু খুলে?—
কারা মুসলমানকে দাঁড় করিয়ে কাঠগড়ায়
সন্ত্রাসবাদের সংজ্ঞা ইচ্ছেমতো দিচ্ছে বদলে
ন্যায়নীতি ভুলে, বলছে অত্যাচারীর অনুকূলে।
আমি গর্বিত, আমি মুসলমান, আমার হাতে নেই গণহত্যার রক্ত
আমি গর্বিত, জঙ্গিবাদের একতরফা সংজ্ঞা
কোনো মুসলমানের তৈরি নয়—
যুদ্ধ লাগিয়ে বৈষম্যের খেলা খেলে
নিজেদের বিবেককে তুলেছ যারা নিলামে
প্রতিটি সংকটে, মানবিক বিপর্যয়ে
তোমাদেরই কাঠগড়ায় দাঁড়াতে হয়।