আবদুল জুব্বার

অত্যুৎসাহী চুনোদের দৌরাত্ম্যে আক্রান্ত মূলকথা
বার কয় চেষ্টা ব্যর্থে চুপসে গেছে প্রজ্ঞা বর্ষীয়ান
হুজুগের ঘাড়ে উঠে লাফায় লাফাংগা সমকাল
সুযোগটা ঘাপটি মারা ঝানুরা ভালোই নিতে জানে
উস্কে দিয়ে ঘোলা জলে শিকারী স্বার্থ সাধনে রত
উৎকর্ণ রাজার কান তোষামুদে ফুসমন্ত্র নিতে
উপরের মাথাগুলো মাথামোটা প্রতিবন্ধী জেদ
সব কথা আপ্তকথা গদি ও মঞ্চের কেরামতি
সকল সুবিধাবন্দী গোত্রীয় লেফাফার পকেটে
বিব্রত আমজনতা মৌল চাহিদার উগ্র তাপে
দৌড়াচ্ছে পরন্ত আশা কিছুদূর গিয়ে ফিরে আসে —
না, হবে না, যা হবার সে কেবল অতীতের স্মৃতি —
প্রচেষ্টার বর্তমান উষর অহল্যা ক্ষেতে মই
অনাগত ভবিতব্য অর্বাচীন আঙুলের খেলা
বুক ঠুকে কথা বলে আনকোরা, অস্বস্ত প্রচল
বিষণ্ণতার চাদরে আপাদমস্তক ঢেকে রাখে।

অবোধেরও বোধ আছে– বুদ্ধের বৈদগ্ধ জানে না তা?
পুরান অক্ষর গুলো তো নতুন কবিতার খাতা।