আব্দুল জুব্বার

বেহিসেবি কোনকিছু ভালোকিছু আনতে পারে না
সব মন্দের জন্যই বেহিসেবি সব কিছু দায়ী।
বিশ্বাসের আনুকূল্যে নষ্ট লালোচের পোয়াবারো
সোল্লাসে শানায় অস্ত্র আস্থায় উঁৎপাতা আততায়ী।
নিরক্ত বিনয় নিষ্ঠা ও উপপ্লাবি ভালবাসার
বেহিসেবি ব্যবহারে হচ্ছে গিধরের অঙ্কশায়ী।
বেহিসেবি কোনোকিছু ভাল কিছু আনতে পারে না ,
সব মন্দের জন্যই বেহিসেবি সবকিছু দায়ী।

বিশ্বাসের ব্যভিচারে নষ্ট হচ্ছে আমাদের প্রেম,
লাম্পট্য রাজত্ব করে ললনার লাজে নিরাপদে।
বিনষ্টীর খাদ্য হচ্ছে আজন্মের লালিত সংস্কৃতি,
অতি শিষ্টাচারে নষ্ট আরো নষ্ট, জৌলুশে আমোদে।
লুটেরাও অনায়াসে পাচ্ছে নাগরিক হাততালি,
প্রথাগত শ্রদ্ধা-সুখে নষ্টবোধ আবেগে উদ্বায়ী।
বেহিসেবি কোনোকিছু ভাল কিছু আনতে পারে না ,
সব মন্দের জন্যই বেহিসেবি সবকিছু দায়ী।