ঈদগাঁও (কক্সাবাজার) প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে অবস্থিত টিএন্ডটি পুকুর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে পড়েছে। দেখার যেন কেউ নেই। এতে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী ও মুসল্লীরা দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে। ফলে একদিকে হচ্ছে পরিবেশ দূষণ, অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ।
দেখা যায়, টিএন্ডটির গেইট, রাস্তা, বাউন্ডারী ওয়াল ও অফিস যেন এক ভূতুড়ে পরিবেশ। অস্বাস্থ্যকর, দুর্গন্ধসহ নোংরা। গোটা ঈদগাঁও বাজারের ময়লা আবর্জনা রাতের আঁধারে টিএন্ডটি অফিসের পুকুরে স্তুপ করে রাখে। এক পর্যায়ে ময়লা আবর্জনা দুর্গন্ধে পরিণত হলে সড়ক দিয়ে দৈনিক অসংখ্য যাতায়াতকারী জনগণ ও মুসল্লীদের চরম দুর্গন্ধ পোহাতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই সুদৃষ্টি।
স্থানীয়রা জানান, ঈদগাঁও বাজারের যাবতীয় ময়লা আবর্জনা টিএন্ডটি অফিসের পুকুর পাড়ে ফেলা হয়। এতে করে বাজারে আসা লোকজনদেরকে দুর্গন্ধ পোহাতে হচ্ছে।
পথচারীরা জানান, টিএন্ডটি অফিসের পাশঘেঁষে ময়লা-আবজর্না যেন ছেয়ে গেছে। সংস্কার নেই দীর্ঘদিন ধরে। যার কারণে দূর্গন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ। ময়লা-আবজর্নাগুলো উক্ত স্থান থেকে সরানোর দাবী তাদের।
এলাকার লোকজন জানান, টিএন্ডটি জায়গাটি পরিত্যাক্ত ও জলাবদ্ব। এই জায়গায় যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নজর দেয় তাহলে সরকার ও জনগণ লাভবান হবে।
উল্লেখ্য যে, ঈদগাঁওতে একমাত্র গুরুত্ববহনকারী যোগাযোগ মাধ্যম ছিল ল্যান্ডফোনের টিএন্ডটি অফিস। এ অফিসে রয়েছে ঐতিহ্যময় অনেক বছরের পুরনো অতীত ইতিহাস। এই জনগোষ্ঠির স্বার্থে দেশ-বিদেশে যোগাযোগের কথা চিন্তা করে তৎকালীন সময় ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের অধীনে ঈদগাঁও টিএন্ডটি অফিসটি স্থাপিত হয়েছিল।