কক্সবাজার অফিস : কক্সবাজারে মাটি মানুষের প্রিয় নেতা, সিনিয়র আইনজীবী, রাজনীতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট ছালামতুল্লাহ ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার ৬ জুন রাত সাড়ে আটটা দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে হার্ট অ্যাটাক করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং কক্সবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। বাসস এবং অবজারভার এর সাংবাদিক ছিলেন।
সিনিয়র আইনজীবী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি।
এ ছাড়া তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কক্সবাজার এর সভাপতি হিসেবে আমৃত্যু মানুষের অধিকরার আদায়ে কাজ করেছেন।
তাঁর স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।