কক্সবাজার অফিস : কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনের অতি পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান (৭৩) আর নেই।

তিনি শুক্রবার ৪ জুন বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসে ইসফেকশন জনিত রোগে ভোগছিলেন। মুক্তিযোদ্ধা গোলাম রব্বান কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের জেবর মুল্লুকের ছেলে।

দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছে তাঁর।

তাঁর পারিবারিক সূত্র জানায়, গত ১৫ রমজান তাকে উন্নত চিকিৎসার জন্য আরবআমিরাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধিন ছিলেন। গোলাম রব্বান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম-১ অঞ্চলের গেরিলাযুদ্ধের সমন্বয়কের দায়িত্বে ছিলেন।