ছবি: ইন্টারনেট
খোলাবার্তা২৪ ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১ম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় ফলোঅনে পড়া উইন্ডিজ। ফলে ইনিংস ও ১৩৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় সফরকারীরা।
প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ১৯৬ রানে তৃতীয় দিন শেষ করা উইন্ডিজ চতুর্থ দিনে অলআউট হয় ২৪৭ রানে। দলের হয়ে জার্মেইন ব্ল্যাকউড ১০৪ সর্বোচ্চ রান করেন ও আইজারি জোশেফ করেছেন ৮৬ রান।
কিউইদের পক্ষে নেইল ওয়াগনার ৪টি উইকেট লাভ করেন। কাইল জেমিসন দখল করেন ২টি উইকেট।
এর আগে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৯ রান করে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক কেন উইলিয়ামসন ২৫১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া টম ল্যাথাম ৮৬ ও কাইল জেমিসন ৫১ রান করেন।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।