আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল খেলা। স্থানীয় আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ। সব খেলোয়াড়ের বয়স ৫০’র ওপরে। দর্শক সমর্থকরাও মেতে উঠেছিল এই খেলায়। মনে হয় যেন এক টুকরো চিরপ্রতিদ্বন্দী প্রতিপক্ষ ব্রাজিল- আর্জেন্টিনার প্রতিচ্ছায়া।

বৈকুণ্ঠপুর ইউথ ক্লাব এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলার প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন স্থানীয় ২ নং সিংজুরী ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান মিঠু।

শনিবার বিকেলে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুর মাঠে এই খেলা শত শত দর্শক উপভোগ করেন। আর্জেন্টিনা দলের অধিনায়ক সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু। আর প্রতিপক্ষ ব্রাজিল দলের অধিনায়ক সমাজ সেবক মোঃ বিল্টু মিয়া। খেলায় আর্জেন্টিনা একাদশ ২-১ গোলে ব্রাজিল একাদশকে পরাজিত করে।

খেলা শেষে পুরষ্কার বিতরন করেন, সিংজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান সূর্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ঘিওর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সিংজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মহিদুর রহমান মহির প্রমুখ।