খোলাবার্তা২৪ ডেস্ক : এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি আজ সোমবার প্রধামন্ত্রীর কার্যালয়ে তাঁর কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান হস্তান্তর করেছেন।

এ বছর মাদ্রাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমামানের পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এদের মধ্যে ১৫ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী ছিল নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের। এ ছাড়া ২ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষাবোর্ডের এবং ১ লাখ ৫৩ হাজার পরীক্ষার্থী কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এ বছর পাশের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

যেভাবে জানা যাবে ফল

অন্যান্য বছরের মতোই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও শিক্ষা বোর্ড নাম নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে (যেমন ঢাকা বোর্ড হলে DHA) স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।