চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনাপাড়ের গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পাকুরতলা স্কুল মাঠে বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন বগুড়া চ্যাপ্টারের উদ্যোগে ও সিরাজগঞ্জ জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রায় অর্ধশত মানুষের মাঝে কম্বল বিতরন করেন সংগঠনের বগুড়া চ্যাপ্টারের সদস্য মোঃ আব্দুর রহমান, গোলাম রাব্বানী, কামরুজ্জামান, সিরাজগঞ্জ জেলা পেস্টিসাইড এর সভাপতি কে এম এনামুল হক টিক্কা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পরিবেশ ও সমাজকর্মী মামুন বিশ্বাস, সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সদস্য কামরুজ্জামান কামরুল ও এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন রফিক মোল্লা উপস্থিত ছিলেন।