চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি আল মামুনকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১২। সে খুকনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাস আলীর ছোট ভাই ও রুপনাই গ্রামর মৃত দুলাল মোল্লার ছেলে।

জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ এর ডিএডি সেলিম পারভেজের নেতৃত্বে কোরবানের খাল এলাকায় অভিযান চালিয়ে আল মামুনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট থেকে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইয়নে মামলা দিয়ে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।