চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে পানিতে ডুবে সাকিব-আল-হাসান (৩) নামের এক শিশু মারা গেছে। সে মন্ডল পাড়া গ্রামের ট্রাকচালক হাসান আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে বাড়ির পাশের ডোবায় সবার অজান্তে সাকিব পা পিছলে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর ডোবার কচুরিপানার নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তাকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে মন্ডলপাড়া কবরস্থানে জানাযা শেষে শিশুটির মৃতদেহ দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।