কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : নির্বাচনী তফশীল অনুযায়ী কুলাউড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিলো ২২ ডিসেম্বর মঙ্গলবার।
বাছাইকালে ৪ মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন কাউন্সিলারের মনোনয় বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া সাধারণ আসনের ৩৩ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, ৫নং ওয়ার্ডের প্রার্থী মুরাদ আহমদ ও ২নং ওয়ার্ডের আশরাফ উদ্দিন সাবুর মনোনয়ন বাতিল করা হয়।
উপজেলা রিটার্নিংঅফিসার ও সিলেট বিভাগীয় সহকারি নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুস শুকুর মিঞা মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করেন।