খোলার্বাতা২৪ ডেস্ক : শীত জেঁকে বসছে দেশের উত্তরাঞ্চলে। দেশের উত্তরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। শুরু হয়েছে মৌসুমের প্রথম দফা মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলেও শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ছে। ছিন্নমূল ও অসহায় মানুষ পড়েছেন দুর্ভোগে।
আবহাওয়া অধিদফতর জানায়, প্রথম দফার শৈত্যপ্রবাহ এক সপ্তাহ থাকতে পারে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সারা দেশে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রংপুর ও রাজশাহী অঞ্চলের অধিকাংশ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এ অঞ্চলে দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ফয়জুর রহমান জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পাতলা পায়খানাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীতে শিশুদের গরম কাপড়ে মুড়িয়ে রাখা এবং প্রয়োজনে গরম পানি ব্যবহারের পরামর্শ দেন তিনি। এ জন্য তিনি মা ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।