হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া উপজেলার সোনার পাড়া এলাকার প্রধান অর্থকরী ফসল সুপারি। সুপারি উৎপাদনের জন্যে বিখ্যাত উখিয়ার সোনার পাড়া। সোনার পাড়া বাজার বড় সুপারির হাট।
এখানকার সুপারি মরিচ্যা, কোটবাজার, উখিয়া দারোগা বাজার, কুতুপালং বাজার, বালুখালী ও থাইংখালী বাজারসহ পুরো কক্সবাজার জেলার চাহিদা মিটিয়ে সুপারি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে রাজধানী ঢাকা, চট্রগ্রামসহ ৩০ টি জেলায় যায় এই সুপারি।
তাছাড়া বিদেশেও সোনার পাড়ার সুপারির কদর রয়েছে। চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন বিক্রেতারা। এভাবে বাজারজাত অব্যাহত থাকলে সুপারির চাষিরা লাভবান হবে বলে জানান বিক্রেতারা। লাভজনক সুপারি ব্যবসায় ঝুঁকে পড়েছেন শিক্ষক, সাংবাদিক ও আইনজীবিরা।
আইনজীবি তোফাইল বলেন, এবার তিনি ১ লাখ ৫৫ হাজার টাকার সুপারি বিক্রি করেছেন।
শিক্ষক জানে আলম বলেন, আমি বেশ কয়েক বছর ধরে ভিজা সুপারি বিক্রি করে বেশ লাভবান হয়েছি।
উখিয়া অনলাইন প্রেস ক্ললাবের সভাপতি শফিউল ইসলাম আজাদদ বলেন, আমি সাংবাদিকতার পাশাপাশি কৃষি কাজ করি। আমার বাড়ির পানের বরজ থেকে বেশ লাভ করেছি। এবার উখিয়া তথা কক্সবাজার জেলার বিখ্যাত সোনার পাড়ার সুপারি এনে ব্যবসা শুরু করেছি।
সোনারপাড়া বাজার ঘুরে দেখা যায়, ভোরের শুরুতেই বিভিন্ন এলাকা থেকে ভ্যান, টমটম, রিক্সা, গৃহস্থরা বস্তা ভর্তি সুপারি নিয়ে আসছেন হাটে। চলছে দর-কষাকষি। বিক্রিও হচ্ছে খুব। চট্রগ্রাম থেকে আসা বেশ কয়েকজন সুপারি ব্যবসায়ী সুপারি কিনে ট্রাকে তুলছেন। ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন চট্রগ্রামে।
এভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুপারি ব্যবসায়ীরা সোনারপাড়া বাজার থেকে সুপারি ক্রয় করে নিয়ে যান। সুপারি বিক্রেতা বশির উল্লাহ জানান, প্রতি হাটবারে কোটি টাকার সুপারি বিক্রি হয়।
ফজল করিম নামের আরেক ব্যবসায়ী বলেন, সুপারি হাটের জন্য বিখ্যাত উখিয়ার সোনারপাড়া বাজার। উখিয়া জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় প্রতিটি গ্রামে রয়েছে সারি সারি সুপারির বাগান। নারকেল ও সুপারির বাগান দেখলে মন জুড়ে যায়।
এখানে রয়েছে একদিকে সুপারির বাগান অন্যদিকে রয়েছে পাথুরে গাথা ইনানী সমুদ্র সৈকত। এখানকার আবহাওয়া ও পরিবেশ অত্যন্ত চমৎকার। ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও ছুটে আসেন সারি সারি সুপারি ও নারকেলের বাগান, কানা রাজার গুহা ও সমুদ্র দেখতে।
সুপারি বিক্রি করতে আসা শহিদুল্লাহ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের সুপারির ফলন ভালো হয়েছে। সুপারির আকারো অনেক ভালো। পাশাপাশি দামও ভালো পাচ্ছি। সুপারির এমন বাম্পার ফলনে আমরা খুব খুশি। উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, সুপারি ও নারকেলের জন্য সোনারপাড়া প্রসিদ্ধ।
এ ছাড়া বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় সুপারি চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এ জন্য আমরাও কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে তারা লাভবান হতে পারেন।