এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ১৫৫তম বালিয়াকান্দি উপশাখার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে বালিয়কান্দি বাসষ্ঠ্যান্ড মার্কেটে।
এ উপলক্ষ্যে ব্যাংকের কার্যালয়ে গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফিতা কেটে এত্র উপশাখার শুভ উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা এবং ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
ইসলামী ব্যাংক লিঃ-এর যশোর জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সুধী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের রাজবাড়ী শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিকুজ্জামান, ব্যাংকের বালিয়াকান্দি উপশাখার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান ও বালিয়াকান্দি বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আইয়ূব হোসেন।