বগুড়া অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে গতবুধবার ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ নন্দীগ্রাম শাখার উদ্যোগে স্থানীয় একটি রিসোর্টে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।

পরে তিনি পিঠা উৎসব প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইসলামী ব্যাংক প্রদত্ত নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরী স্কুল কর্তৃপক্ষকে স্কুল ভ্যান এর চাবি হস্তান্তর করেন ।

এ সময় ইসলামী ব্যাংক বগুড়া জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুস সোবহান , নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার , ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাইনুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।