চট্টগ্রামে ফিতা কেটে ইসলামী ব্যাংক কল্পলোক আবাসিক এজেন্ট আউটলেটের উদ্বোধন করছেন চট্টগ্রাম জোন (দক্ষিণ) এর ইনচার্জ ও ইভিপি মুহাম্মদ ইয়াকুব আলী ও অতিথিবৃন্দ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম কল্পলোক আবাসিক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সবচেয়ে বড় আবাসিক এলাকা কল্পলোকের ১নং রোডের শফি টাওয়ারে অবস্থিত আউটলেট কার্যালয়ের সামনে সকাল ১১টায় অনুষ্ঠিত জমকালো উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও বাকলিয়া শাখা প্রধান কাজী মুহাম্মদ ইরফানুল হক। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোন দক্ষিণের ইনচার্জ মুহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক, আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. ছাবের আহমদ, কল্পলোক আবসিক প্লট মালিক সমিতি প্রথম পর্যায়ের সভাপতি এডভোকেট জানে আলম, দ্বিতীয় পর্যায়ের সভাপতি আবু তাহের চৌধুরী, রাহী ট্রাভেলস এর চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, মুহাম্মদ ইলিয়াস, কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল হক সাঈদ প্রমুখ।
বাকলিয়া শাখার ইনভেস্টমেন্ট অফিসার মুহাম্মদ ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ নাঈম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএস এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী মো. শাখাওয়াত হোসাইন ও আরফাত হোছাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রমের প্রবর্তক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজ বিশ্বব্যাপি সমাদৃত একটি আর্থিক প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে এক হাজারটি সেরা ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে ইসলামী ব্যাংক। এই কৃতিত্বের পেছনে গ্রাহকদের অবিচল আস্থা ও ভালোবাসাটাই মূখ্য ভূমিকা পালন করেছে। বক্তারা আরো বলেন, দেশের সকল জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার জন্য এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের আউটলেটগুলো সফলতার সাক্ষর রেখেছে। আগামীতেও সবাইকে ইসলামী ব্যাংক পরিবারের সাথে থাকার আহবান জানান অতিথিরা। – বিজ্ঞপ্তি