খোলাবার্তা২৪ ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে সংঘর্ষ, গোলাগুলি আর আগুন লেগে ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে আগুন আর ধোঁয়া উড়ছে। সেই সঙ্গে ভিডিওতে বন্দুকের গুলি আর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

ইরানের নৈতিক পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলা বিক্ষোভের মধ্যেই কারাগারে এ ঘটনা ঘটল।

অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। তাতে কারাগার থেকে রাতের আকাশে আগুনের শিখা ও ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখো গেছে। একইসঙ্গে কারাগারের ভেতর থেকে যে আওয়াজ শোনা গেছে, তাতে মনে হয়েছে সেখানে বন্দুকযুদ্ধ চলছে। কারগার থেকে সতকর্তামূলক সাইরেনের শব্দও শোনা গেছে।

সিনিয়র একজন নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এভিন কারাগারে সমস্যার সৃষ্টি হয়েছে। দাঙ্গাকারীরা গোলাগুলি শুরু করেছে।

ইরনা বার্তা সংস্থা আটজনের আহত হওয়ার খবর দিয়ে বলছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এভিন কারাগারে বন্দীদের সাথে খারাপ আচরণের জন্যে এটি খুবই কুখ্যাত।

গত ১৬ সেপ্টেম্বর মাশা আমিনিকে (২২) ঠিকমত হিজাব না পরার অপরাধে নৈতিক পুলিশ আটক করে। আটকাবস্থায় তার মৃত্যু হয়। সে থেকে ইরানে চলছে ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১০৮ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে শত শত লোককে। এদের অনেককেই রাখা হয়েছে এই এভিন কারাগারে।

ইরানে ভয়াবহ এই বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা বিক্ষোভে ইন্ধন দেয়ার জন্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ তার শত্রুদের দায়ী করেছেন।

বিক্ষোভে জড়িত থাকার দায়ে ইরানের নিরাপত্তা বাহিনী শিল্পী, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও এথলেটদের বিরুদ্ধে গণগ্রেফতার অভিযান চালাচ্ছে।