হজ্ব ও ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা ও মদীনায় গমন ইচ্ছুকদের বিশেষ সুবিধাসহ সেবা প্রদানের মানসিকতা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে আশ শরফ হজ্ব, ওমরা ও ট্রাভেলস্ এর।

মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর প্রাণ কেন্দ্র চকবাজারের মতি টাওয়ারের ৪র্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

আশ শরফ হজ্ব ওমরাহ ট্রাভেলেস ও টুরস এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ছালাহ উদ্দিন বেলাল নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুরা জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা হেলাল উদ্দিন, মিসকিন শাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা হেলাল উদ্দিন, মতি টাওয়ারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দীন, চান্দগাও মানারাত স্কুলের মহাপরিচালক মনছুর আহমদ, চান্দগাও ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন সাইফু, লালখান বাজার বিসমিল্লাহ কার সেন্টারের এম ডি মুহাম্মদ জুবায়ের সাদেক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নিজাম উদ্দিনসহ আরো অনেক আলেম ওলামা গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. সাইয়্যেদ আবু নোমান বলেন, হজ্ব ও ওমরা পালন স্রেফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। পবিত্র মক্কা ও মদীনার মেহমানদের খেদমত করা কোন ছোট খাট বিষয় নয়। তাদেরকে সর্বোচ্চ সেবা ইখলাস ও ছাওয়াবের নিয়তে করা একান্ত প্রয়োজন। তিনি আশ শরফ হজ্ব, ওমরাহ ও ট্রাভেলস এর উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। – বিজ্ঞপ্তি