বগুড়া প্রতিনিধি : আল আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট ও বগুড়া জোনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বগুড়া শহরের অভিজাত হোটেল ক্যাসেল সোয়াদে আল আরাফাহ ইসলামী ব্যাংক বগুড়া জোনের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক ও ক্যাশ অফিসারদের নিয়ে “রোল অ্যান্ড রেসপনসিবিলিটিজ অব ব্যাংক অফিসিয়ালস ফর প্রেভেনশন অব সারকুলেশন অব কাউন্টারফেইট নোট” শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক, বগুড়ার নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার ডেপুটি জেনারেল ম্যানেজার সরদার আল এমরান।
এতে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ইভিপি ও বগুড়া জোন প্রধান এ এন এম মুফীদুল ইসলাম।
এ ছাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।