ছবি: ইন্টারনেট      

খোলাবার্তা২৪ ডেস্ক : আমেরিকার ন্যাশভিলের শহরতলি এলাকায় একটি গাড়ীবোমা বিস্ফোরিত হয়। পুলিশ ঐ ঘটনাকে ‘উদ্দেশ্যমূলক তৎপরতা’ বলে উল্লেখ করেছেন।

দমকল বাহিনীর কর্মকর্তারা আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যান তবে তারা জানিয়েছেন যে ঐ ঘটনায় আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।

ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন যে পুলিশ বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত বিভাগ এফবিআই ও এটিএফ একযোগে ব্যপক তদন্ত শুরু করেছে। তিনি বলেন “আমরা বিশ্বাস করি যে উদ্দেশ্যমূলক ভাবেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।” – ভোয়া