খোলাবার্তা২৪ ডেস্ক : বার্সেলোনা: মরশুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে লিওনেল মেসির। নতুন মরশুমে আর্জেন্টাইন তারকা কোথায় খেলবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। ইতিমধ্যেই লিওকে দলে পেতে ঘুঁটি সাজাতে শুরু করেছে ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিলান ও প্যারি সাঁজাঁ। বার্সেলোনার পক্ষ থেকে এখনও পর্যন্ত দলের প্রাণভ্রোমরাকে ধরে রাখার ব্যাপারে কোনোরকম ইঙ্গিত মেলেনি। তবে এদিন মেসি জানালেন, দলবদল নিয়ে আপাতত তাঁর কোনও ভাবনা নেই। বার্সেলোনাতে তিনি সুখেই রয়েছেন।
সোমবার এক সাক্ষাৎকারে মেসি জানান, ‘এখন আমি ভালোই আছি। তবে গত গ্রীষ্মটা মোটেই সুখকর ছিল না। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। তখন মনে হয়েছিল, বার্সেলোনায় পরিবর্তনের প্রয়োজন। তাই সেই ধারণা ফ্যাক্সের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। নতুন মওশুমের প্রারম্ভিক পর্বে অস্বস্তি অবশ্যই ছিল। তবে এখন সব নিছকই অতীত। সব ভুলে সেরা পারফরম্যান্স মেলে ধরে বার্সাকে সাফল্য এনে দেওয়াই প্রথম ও প্রধান লক্ষ্য। জানি, বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। তাছাড়া বিভিন্ন ব্যাপারে ক্লাবও সমস্যার মধ্যে রয়েছে। আশা করি, যাবতীয় প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে সেরা ছন্দে ফিরতে পারব।’ চলতি মওশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে বার্সেলোনাকে। ১৩ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে লা লিগায় পঞ্চম স্থানে রয়েছে কোম্যান-ব্রিগেড। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে জুভেন্টাসের কাছে ৩ গোল হজম করতে হয় মেসিদের। তবে পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন বছরে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া কাতালন ক্লাবটি।
আগামী ২৪ জানুয়ারি বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন। এই লড়াইয়ের অন্যতম পদপ্রার্থী হুয়ান লাপোর্তে জানিয়েছেন, জয়ী হলেই তাঁর প্রথম কাজ হবে মেসিকে ধরে রাখা। উল্লেখ্য, বার্সেলোনা ফুটবলারদের বেতন নিয়েও সমস্যা চলছে। অনেকের দাবি, প্রয়োজনের চেয়েও অনেক বেশি বেতন পান মেসিরা। তাই তা কমানো উচিত। পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নয় অনেকেই। ফলে সব মিলিয়ে আগামী এক মাস আরও নাটক অপেক্ষা করছে বার্সেলোনায়।