বগুড়া অফিস : বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
সকালে শহরে বগুড়া সরকারী নার্সিং কলেজ, সরকারী মোহাম্মাদ আলী হাসপাতাল, নার্সিং ইন্সটিটিউট, আইডিয়াল নার্সিং কলেজ, সাইক নার্সিং ইন্সটিটিউট , টিএমএসএস নার্সিং কলেজ এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের আয়োজনে র্যালী ও আলোচনা অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
আইডিয়াল নার্সিং কলেজের চেয়ারম্যান সেলিম রেজার নেতৃত্বে র্যালীতে পরিচালক নূর আলম, বাবু শেখ আলীসহ শিক্ষক ও ছাত্র-ছার্ত্রীরা অংশ নেন। র্যালী শেষে শহরের কলোনীস্থ কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ লেকচার গ্যালারী-২ এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডীন ও নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ রবিউল ইসলাম শাহ।
বক্তব্য রাখেন বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ জামিলুর রহমান, প্রফেসর ডা. আব্দুস গফুর মন্ডল, অধ্যাপক ডা. অনুপ চৌধুরী, ডা. এ এইচ এম আকতারুজ্জামান, প্রভাষক নিলুফা ইয়াসমিন, ডা. আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রাবেয়া বেগম।