আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : একটি প্রতারক চক্রের সদস্যরা আদমদীঘি সদরের জিনইর গ্রামের মহিলাদেরকে পানিপড়া খাইয়ে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে।

গ্রামবাসিরা জানান সোমবার দুপুরের পূর্বে যখন পূরুষ লোকজন বাড়ির বাহিরে বিভিন্ন কাজ-কর্মে ব্যস্ত ছিল ঠিক সেই সময় পাগড়ী ও জুব্বা পরিহিত দুই যুবক মহানবীর রওজা জিয়ারতে যাবার জন্য সাহায্য চাইলে সরল বিশ্বাসে মহিলারা ৫০ হাজার টাকা পর্যন্ত সাহায্য করেন।

এভাবে তারা ওই গ্রাম থেকে অনেকর টাকা হাতিয়ে নেয়।

ওই প্রতারক দুই যুবক আদমদীঘি গুপিনাথপুর সড়কে এ্যাপাচি মটরসাইকেল রেখে তারা গ্রামে প্রবেশ করে তাদের কার্যক্রম চালায়। অবশেষে তারা দুপুর ১টার সময় দক্ষিণপাড়া আনিছুর রহমানের বাড়িতে প্রবেশ করে কোরআন হাদিসের কথা বলে প্রথুব্ধ করে আনিছের স্ত্রী পারভীন (৩৫)কে পানিপড়া খাইয়ে হিপনোটাইজ করে ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। বর্তমানে পারভীন টাকার শোকে মহ্যমনি হয়ে পড়েছেন।