ফাইল ছবি

বগুড়া অফিস : বগুড়ার আদমদীঘিতে শ্যালো ইন্জিন চালিত যাত্রীবাহী ভটভটি উল্টে মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মুজিবুর রহমান কালুর ছেলে। শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার কুন্দগ্রাম করিরদ্বারা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, শনিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ধান কেনাবেচা শেষে চার ব্যবসায়ীকে সাথে নিয়ে ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিল ব্যবসায়ী মঞ্জুরুল।

উপজেলার কুন্দগ্রাম করিরদ্বারা নামক স্থান অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।

এ সময় মঞ্জুরুল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।