আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ১৬ হাজার ৮ শত ৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ২০২১ ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হাসপাতালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মেডিকেল অফিসার ডা. সৈকত জয়ধর, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, এসআই আব্দুর রহমান, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ মিজানুর রহমান, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, সিনিয়র নার্স মৃদুলা করসহ প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ৫জুন থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬ শত ৬৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ১ শত ৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য উপজেলার ১২১টি কেন্দ্রে ২৪২জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলেও সভায় জানানো হয়।