আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় ৪ জন আহত হয়েছে। আহত ভ্যান চালককে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ওই ভ্যানের যাত্রী আহত ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রোববার সকালে বাসাইল থেকে ভ্যানযোগে পয়সারহাট যাওয়ার পথে পয়সারহাট বেলী ব্রিজ সংলগ্ন মহাসড়কে ভ্যানের সাথে মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ভ্যান চালক বাটরা গ্রামের মনিমোহন রায়ের ছেলে সাগর রায় (৩২) ও ভ্যানের যাত্রী বাসাইল গ্রামের আলিম উদ্দিন হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে ভ্যানের যাত্রী জাফর হাওলাদারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।