আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা।
মুমূর্ষ অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের নরেন বাড়ৈর মেয়ে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী চৈতি বাড়ৈ (১৫) তার মা উষা বাড়ৈর সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পান করে।
পরে চৈতি বাড়ৈ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চৈতি বাড়ৈর মা উষা বাড়ৈ জানান, পরিবারের তুচ্ছ ঘটনা নিয়ে আমার মেয়ে চৈতি বাড়ৈর সাথে একটু কথা কাটাকাটি হলে সে আমার উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।