আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা নুর উদ্দিনসহ প্রমুখ। শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।