বুধবার বগুড়ার পর্যটন মোটেলে পরিবেশক সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল।      

বগুড়া অফিস : আকবরিয়া লিমিটেড এর পরিবেশক সম্মেলন বুধবার বগুড়া পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডিলাররা ব্যবসার শক্তি ও প্রাণ। তারা শুধু ব্যবসা করে না। দেশ ও দশের কল্যাণে কাজ করে। শতাব্দীর স্বাক্ষর এ প্রতিষ্ঠানকে আরো অনেক শতাব্দী পর্যন্ত সুনামের সাথে নিয়ে যেতে হবে। সেখানে সবচেয়ে বড় ভুমিকা রাখবেন পরিবেশকগণ।

আরো বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল , ডিএমডি রাজিব আহসান সিজার, সিটিও এনালিস্ট আন্দালিবুর রহমান, সিএমও ইকবাল নূর শুভ, সিএফও সেলিম তালুকদার, হেড অব সেল্্স রমজান হোসেন, ডিজিএম আলমগীর হোসেন, জিল্লুর রহমান।

অনুষ্ঠান শেষে সেরা পরিবেশকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।