এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) : আসন্ন মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ১৮ জন। শনিবার (৫ ডিসেম্বর) বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নামের তালিকা দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি বরাবর পাঠিয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগ।
জানা গেছে, মিরসরাই পৌরসভায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ দৌলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর উদ্দিন, সাবেক পৌর মেয়র মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহের হোসেন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আনোয়ার হোসেন চৌধুরী সুজন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মো. আলতাফ হোসেন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নুরুল আবছার সেলিম, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির।
বারইয়ারহাট পৌরসভায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহছান, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলুল করিম লিটন, সাবেক সহ সভাপতি মহিউদ্দিন সওদাগর, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আতা উল্ল্যা, বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্ল্যাহ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি বরাবর পাঠানো হয়েছে। প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে মনোনয়ন বোর্ড বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন।