অত্যন্ত আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে উদযাপিত হলো ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, ধানমন্ডি, ঢাকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ধানমন্ডি কলেজ ক্যাম্পাসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কলেজটি ২০০৬ সাল থেকে পথচলা শুরু করে। কলেজটিতে ৪ বছর মেয়াদি বিবিএ প্রফেশনাল কোর্স ১ বছর মেয়াদি শিক্ষক প্রশিক্ষণ এর জন্য বিএড (ব্যাচেলর অব এডুকেশন) কোর্সের অনুমোদন রয়েছে।

দীর্ঘ ১৬ বছরের চলার পথটি মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০২২ সালে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে উৎফুল্ল কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, গবর্নিং বডির সদস্য, কর্মকর্তা কর্মচারী ও শুভানুধ্যায়ীবৃন্দ।

আইইসি’র জন্মদিন উপলক্ষে স্মরণ করা হয় প্রতিষ্ঠাকালীন সদস্যদের-যাদের অক্লান্ত পরিশ্রম আর অকৃত্রিম ভালোবাসাপূর্ণ সহযোগিতায় কলেজটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম খান বলেন, শ্রদ্ধাস্পদ শিক্ষকগণ এই প্রতিষ্ঠানের অর্জিত সকল সুনাম-সুখ্যাতির ভীত রচনা করেছিলেন আজ থেকে ষোলো বছর আগে-তাদের নিরলস পরিশ্রম আর মেধা-মননের অপূর্ব সমন্বয় ঘটিয়ে। আমি জন্মদিনের এই শুভলগ্নে আরও স্মরণ করছি প্রতিষ্ঠানের প্রাণ সমতুল্য ছাত্র-ছাত্রীদেরকে, যাদের পদচারণায় প্রতিদিন মুখরিত হয় কলেজের এই সবুজ ক্যাম্পাস। এছাড়াও যারা বিভিন্নভাবে কলেজের সহযোগিতায় নিবেদিত হয়ে কাজ করেছেন এখনোও সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি সেইসব শুভকাঙখীদেরও অফুরন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

রাজ্জাক রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের সমন্বয়ে উচ্চশিক্ষিত গবর্নিং বডি দ্বারা পরিচালিত এই কলেজটি ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর আকর্ষণীয় ফলাফল করে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আইইসি থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্যতার সাথে চাকরি করছে। দেশের শীর্ষস্থানীয় মাধ্যমিক বিদ্যালয় সমূহে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন আইইসি থেকে বিএড ডিগ্রিপ্রাপ্ত কয়েক শ প্রশিক্ষণার্থী। যারা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলেও জ্ঞান ও প্রজ্ঞার দ্যোতি ছড়াচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে।

২০১৫ সালে কলেজটি ঢাকার অদূরে স্থায়ী ক্যাম্পাস করতে সক্ষম হয়েছে। যাতায়াতের সমস্যার কারণে কলেজটি এখনোও ধানমন্ডির অভিজাত এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থান করছে।

১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে ২০২৩ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তিচ্ছু প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।