খোলাবার্তা২৪ ডেস্ক : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হলেন কোনো সাবেক ফুটবলার। সাবেক গোলরক্ষক কল্যাণ চৌবে সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন। কল্যাণ পেয়েছেন ৩৩টি ভোট। আরেক সাবেক ফুটবলার বাইচুং পেয়েছেন মাত্র একটি ভোট।
প্রিয়রঞ্জন দাসমুন্সির পর আবার একজন বাঙালি সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি হলেন।
আগেই বোঝা যাচ্ছিল, কল্যাণের দিকেই পাল্লা ঝুঁকে। কিন্তু তাই বলে লড়াইটা এতটা একতরফা হবে তা ভাবা যায়নি। ফুটবলার হিসাবে বাইচুং বড় নাম। সে তুলনায় কল্যাণ চৌবের নামডাক অতটা ছিল না। কিন্তু দেখা গেল ফুটবল প্রশাসকের লড়াইয়ে বাইচুংকে দাঁড়াতেই দিলেন না কল্যাণ।
বাইচুং লড়েছিলেন অন্ধ্রপ্রদেশের ফুটবল সংস্থার হয়ে। তাকে সমর্থন করে রাজস্থান। আর কল্যাণ দাঁড়িয়েছিলেন গুজরাটের হয়ে। বাইচুংকে তার নিজের রাজ্য সিকিমের ফুটবল সংস্থাও ভোট দেয়নি। বাইচুং উত্তর-পূর্বের রাজ্যগুলির কাছে আবেদন জানিয়েছিলেন ভোট দেয়ার জন্য। তারাও ভারতীয় ফুটবলের সাবেক অধিনায়ককে ভোট দেননি।
কল্যাণ জানিয়েছেন, একজন সাবেক ফুটবলার হিসাবে খেলোয়াড়দের সমস্যার কথা জানি। তাই তাদের জন্য কাজ করতে আমার অভিজ্ঞতা কাজে লাগবে। প্রতিটি রাজ্যে দশ হাজার বর্গফুটের অফিস করব। পেশাদারদের দিয়ে ফুটবল চালাতে হবে।